Wednesday, January 26, 2011

সৌদি আরব ডায়েরী -৬ ( ইউনিভার্সিটি ক্যাম্পাস ও অন্যান্য )

১৮ সেপ্ট. জয়েন করলাম। ক্যাম্পাস দেখেই মনটা ভালো হয়ে গেল। আগে সৌদিরা লেখাপড়া বিমুখ থাকলেও এখন তারা বুঝতে পেরেছে এটা ছাড়া তাদের গতি হবে না। তারা এখন মিলিয়ন ডলার ইনভেস্ট করছে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করতে। কিছুদিন আগেই ড. ইউনুস কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি উদ্ভোধন করে গেলেন। শিক্ষায় খরচ করতে এদের কার্পণ্য দেখিনি। ১৯৯৮ সালে কিং সৌদ ইউনিভার্সিটি ও ইমাম মোহাম্মদ ইবনে সৌদ ইসলামিক ইউনিভার্সিটি একত্রিত হয়ে কিং খালিদ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ছাত্র/ছাত্রী প্রতিমাসে ১০০০ রিয়াল (১৮৫০০ টাকা) করে ভাতা পায়। ভালো ছাত্র/ছাত্রীরা মাস্টার্স ও পিএইচডি’র জন্য USA/Canada তে ফুল স্কলারশিপ পাচ্ছে।


কিং খালিদ ইউনিভার্সিটি ক্যাম্পাস

... এখানে এসেই পড়লাম সমস্যায়। ইউনিভার্সিটি অথবা মার্কেটে যাব কিন্তু কোন পাবলিক ট্রান্সপোর্ট নেই। ট্যাক্সি নিতে হয়। এখানে সবারই প্রাইভেট কার আছে। এবং প্রত্যেক ফ্যামিলি মেম্বারের জন্য ১টি করে প্রাইভেট কার। আমি আজও কোন সৌদিকে রাস্তায় হাটতে দেখিনি। ফলে যেখানে তাকাই শুধু গাড়ী আর গাড়ী। আর মজার ব্যপার হলো এদের বাড়িতে গ্যারেজ নেই, এরা গাড়ী রাখে রাস্তায়। চুরি হয়না বলেই হয়তো গ্যারেজ করার কথা ভাবে না। প্রথম যেদিন ক্যাম্পাস গেলাম, অবাক হতে হলো- ক্যাম্পাসের চারপাশ জুড়ে গাড়ী পার্কিং ব্যবস্থা এবং যা ক্যাম্পাসের আয়তনের চেয়েও বড়।



গাড়ী পার্কিংয়ের একাংশ

এডমিন অফিসে প্রয়োজনীয় কাজ শেষ করে ডিপার্টমেন্টে রিপোর্ট করলাম। সবাইকে আন্তরিক মনে হলো। ২ দিনের মধ্যেই চমৎকার অফিস রুম পেয়ে যাই – যা এককথায় লোভনীয়।



অফিস রুম


অফিস রুম- আরেকটি ভিউ


(চলবে)

No comments:

Post a Comment