Wednesday, November 18, 2009

নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ৩


বিমান হতে নেপালের পাহাড় দেখতে দেখতে শিহরিত হচ্ছিলাম। এখানে সেখানে দু’ একটি বাড়ি, জুম চাষ আর পাহাড়ের সারি। মনে হল পাহাড়ের মাথা কেটে ত্রিভূবন এয়ারপোর্টটি বানানো হয়েছে। চমৎকার ছিমছাম এয়ারপোর্ট। লাল সিরামিকে
তৈরি। ভিসা ছিল বলে তাড়াতাড়িই ঝামেলা শেষ হলো।

হোটেল হতে গাড়ী আসবে, কনফারেন্স উপলক্ষে সবাই একই হোটেলে উঠবে। কনফারেন্স হবে পাঁচ তারকা “ইয়াক & ইয়েতি” হোটেলে। আমরা সেখানেই উঠব, ঢাকা হতেই ৩টি রুম বুকিং দেয়া আছে। বাংলাদেশের অনেককেই দেখলাম, অন্যান্য সংস্থা হতে এসেছে।

আর সবার সাথে হোটেলে হতে আসা গাড়িতে উঠলাম, চললাম হোটেলের পথে।














এয়ারপোর্ট হতে বের হবার পথে


রাজধানী হিসেবে কাঠমুন্ডু খুবই ছোট। প্রধান দু’ একটা রাস্তা ছাড়া আমাদের জেলাশহরের রাস্তাগুলো এখানকার চেয়ে অনেক ভালো।














রাস্তার দু’পাশে বাংলাদেশের মতোই দোকান আছে। তবে রিকশা দেখলাম না, এখানে মোটামুটি সবাই মোটর সাইকেল ব্যবহার করে। মেয়েদেরকেও চালাতে দেখলাম। ওদেরকে সচেতন মনে হল, কেননা সবাই হেলমেট পড়ে ছিল।

ভেবেছিলাম খুব শীত লাগবে, প্রস্তুতিও ছিল, কিন্তু তেমন কিছুই অনুভব করলাম না।


অলি গলি ঘুরে ১৫ মিনিটের মধ্যে হোটেলে আসলাম।



















বাগান ও রেস্ট নেবার স্থান














বাগানে সংরক্ষিত একটি লিপি ...

Thursday, September 24, 2009

নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ২



২৭ মার্চ রাতে লাগেজ গোছাতে লাগলাম। আমার বউ এতো জামাকাপড় নিল যে মনে হচ্ছিল আমরা বোধয় নেপাল হতে আর ফিরবনা, সারা জীবন ওখানেই থাকব। সে নাকি প্রতিদিন একটা করে জামা পরবে। . . .

অফিস হতে গাড়ীর ব্যবস্হা করা হয়েছে, নুসরাত আপা ও বিদ্যৎদা আমাকে উত্তরা হতে তুলে নেবে। সকাল বেলা ফোন দিলাম, বললেন সমস্যা নেই, সময় মতো হাজির থাকবেন।
নর্থ টাওয়ারের সামনে দাড়িয়ে আছি, নুসরাত আপার খবর নেই। বেশ কিছুক্ষণ পর ফোন দিলেন, উনি নর্থ টাওয়ারের সামনে গাড়ী নিয়ে আছেন। আমি খুঁজে পেলাম না। আমি ফোন দিলাম, উনি বললেন অপেক্ষা করছেন। টেনশন। বউয়ের সামনে উজবুকের মতো দৌড়াদৌড়ি করলাম, ঘাম ঝরছে, এমাথা ওমাথা বারবার খুঁজলাম। অফিসের কোন গাড়ীই দেখলাম না।.. হঠাৎ নর্থ টাওয়ারের উল্টোপাশে একটেল অফিসের সামনে গাড়ীটি দেখতে পেলাম। মেজাজ গরম হয়ে গেল, এত বড় লাগেজ আর বউ নিয়ে টানা হেচড়া করে রাস্তার অপর পাশে আসলাম। সিনিয়র আপা তাই কিছু বললাম না।
গাড়ী বিদ্যৎদার জন্য অপেক্ষা করছে, কি সমস্যা !! বিদ্যৎদা লাগেজের জন্য তালা কেনতে গেছে, তালা পাচ্ছেনা। কপাল !!!!

আমরা ৬ জনই চলে এসেছি। ইমিগ্রেশনের কাজ দ্রুতই শেষ হলো। সমস্যা বাধলো বিদ্যৎদাকে নিয়ে, ওনার পাসপোর্টে সমস্যা। আগেরবার ইন্ডিয়া হতে এসেছেন, কিন্তু পাসপোর্টে সিল নেননি। কিভাবে, কিভাবে যেন ম্যানেজ করলো।

৩ নং টারমিনালে চেকিং শেষে বিমানের জন্য অপেক্ষা করছি, পরিচিত অনেককেই দেখতে পেলাম, ওয়ার্কশপে যাচ্ছে। আমি আর আমার স্ত্রী মিলে ১ টি লাগেজ নিয়েছি, অথচ নুসরাত আপা একাই বিশাল লাগেজ নিয়ে যাচ্ছেন। অবাক হলাম, উনি কি তবে দিনে ২ টা করে জামা পরবেন !!!

বাংলাদেশ বিমানের চেহারা দেখে আঁতকে উঠলাম, টেপ খাওয়া, রং চটে গেছে, পাখার কাছে ভাঙ্গা। প্রথম বিমান ভ্রমন, কি জানি আছে কপালে !!

যথা সময়ে বিমান ছাড়ল। আমার স্ত্রী বিমান উড়ার সময় যেভাবে চোখ বন্ধ করে আমাকে আকড়ে ধরল, তার চেয়েও বেশী অবাক হালাম বিমান ক্রু'র চোখ মুখ খিচে সিট আকড়ে ধরা দেখে।

ক্ষুধা লেগে গিয়ে ছিল। ২ টা প্রাণের চকোলেট, ১ট কাশির সিরাপের মতো ভার্জিন ড্রিংক, ১ টা বার্গার আর ১টা ইউনুস সাহেবের শক্তি দই দিল। কি আর করা, তাই খেলাম।

মাত্র ১ ঘন্টার জার্নি, অপেক্ষা করতে থাকলাম ...

Wednesday, September 23, 2009

নেপাল ভ্রমন এবং অন্যান্য - পর্ব ১


আফিস হতে হঠা জানাল, আমার নেপাল এর ওয়ার্কশপে যাওয়ার সম্ভাবনা আছে খুব তাড়াতাড়িই অফিস হতে গ্রিন স্যিগনাল পেলাম খবরটা শুনে ভালই লাগলো আরো যখনজানলাম, সাথে ইচ্ছে করলে বউকেও নেওয়া যাবে. . আমার হাসি দু'কান অবধি লম্বা হল

পাসপোর্ট নেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পাসপোর্ট করতে দিলাম আমার বউ একদিনে পাসপোর্ট পেয়ে গেলেও আমি পেলাম না বিডিআর বিদ্রোহের কারনে ভেরিফিকেশন ছাড়াছেলেদেরকে পাসপোর্ট দিচ্ছিল না টেনশনে পড়ে গেলাম সময় খুব বেশী নেই

দিন পর ভেরিফিকেশন শেষে পাসপোর্ট পেলাম অফিস হতেই AIR Ticket ব্যবস্হা হয়ে গেল বাংলাদেশ বিমান, ২৮ মার্চ, দুপুর .১৫ ফ্লাইট দিনের ওয়ার্কশপ, দিন ছুটিনিয়ে শুক্র/শনিবার সহ দিনের লম্বা সফর ছুটি না নিলে কিছুই দেখা হত না এসেছি যখন ঘুরেই যাব

নেপাল arrival visa' ব্যবস্হা থাকলেও ঝামেলা এড়াতে নেপাল এম্বাসিতে ভিসার জন্য গেলাম আমরা জনের টিম আমার কলিগ, নুসরাত আপা, বিদ্যু দা, সাব্বিরভাই, পপি আপা, আমি এবং আমার স্ত্রী

বারিধারা লেকের পাশে নেপাল এম্বাসি, দেখলেই চেনা যায় সকাল ১০টা হতে ১১টার মধ্যে আসতে হ্য় আমরা পৌছালে কিছূক্ষণের মধ্যে আমার স্ত্রী এসে পৌছাল আমাদেরকাগজপত্র সব তৈরিই ছিল ইন্টারনেট হতে ফরম ডাউনলোড করে নিয়েছি আর সাথে ওয়ার্কশপের Invitation Letter অফিস ID card

পাসপোর্ট জমা দিলাম, বিকাল টায় ফেরত দিবে সমস্যা হল বিদ্যু দাকে নিয়ে উনি ID card ফটোকপি করে আনেন নাই, বারিধারার আশেপাশে ফটোকপির দোকানওনেই গাড়ি নিয়ে গেলেন বাঁশতলায়, ওখানে নাকি একটা ফটোকপির দোকান আছে আমরা এম্বাসিতে অপেক্ষা করছি, উনি আর আসেননা ফোন করি, ধরেনা ড্রইভারকে ফোনকরলাম, উনি বিদ্যু দাকে খুজছেন, পাচ্ছে না আর এদিকে বিদ্যু দা ড্রইভারকে খুজে বেরাচ্ছে অগত্যা বিদ্যু দা হেটেই এম্বাসি আসলেন, কিছুক্ষণ পর ড্রইভারও আসলোআমরা হেসেই মরি!!

সবার পাসপোর্ট জমা হয়ে গেল, বিকাল টায় পাসপোর্ট নিয়ে আসলাম

Sunday, September 20, 2009

রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ ...

ঈদ মোবারক

সকল বন্ধুকে ঈদের শুভেচ্ছা

ঈদের আনন্দে শুনুন কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত গান ...

রমজানের ওই রোজার শেষে এল খুশীর ঈদ ...

Click This Link

অথবা

Click This Link

Wednesday, June 24, 2009

ট্রেজার আইল্যান্ড --- যে বইটি খুঁজে ফিরেছি ১২ বছর ...



ক্লাস এইট এ বিশ্ব সাহিত্যকেন্দ্রের মাধ্যমে পড়েছিলাম Treasure Island (1883)। রবার্ট লুই স্টেভেনশনের অনবদ্য সৃষ্টি। কলকাতায় প্রকাশিত। বইটি পড়ার সাথে সাথেই মনে হয়েছিল, এটা আমাকে সগ্রহ করতেই হবে। চুরি করার চেষ্টা করেছিলাম, পারিনি। সেবা প্রকাশনীও অনুবাদ করেছিল, খুবই সংক্ষিপ্ত, ভালো লাগেনি।


হঠাৎ একদিন, ১২ বছর পর নীলক্ষেতের ফুটপাতে গল্পের বই দেখছি. . বুকটা ধরাস করে উঠল, ওইতো আমার খুঁজে ফেরা বইটি। কেউ ধরার আগেই ছো মেরে নিলাম ... ৪০ টাকায় কিনে নিলাম।
এতদিন পরেও আবার সমান আগ্রহে বইটি শেষ করলাম । জিমের কাহিনী। ঘটনাচক্রে জিম গুপ্তধনের ম্যাপ পেয়ে যায়। শুরু হয় উদ্ধার অভিযান, পেছনে লাগে বোম্বেটেরা। একটি দ্বীপ। লুকনো গুপ্তধন । রোমাঞ্চকর অভিযান কাহিনী।
হ্যানরি রাইডার হ্যাগার্ড চ্যালেঞ্জ করেছিলেন, এর চেয়েও রোমাঞ্চকর বই লিখবেন। তাইতো আমরা King Solomon's Mines (1885) বইটি পেয়েছি।

রবার্ট লুই স্টেভেনশনের ফুসফুসের রোগ ছিল, তিনি লিখেছিলেন:
Under the wide and starry sky,
Dig the grave and let me lie.
Glad did I live and gladly die,
And I laid me down with a will.
This be the verse you grave for me:
Here he lies where he longed to be;
Home is the sailor, home from sea,
And the hunter home from the hill.
তার ইচ্ছে মতই তাকে সমুদ্রের পাশে পাহাড়ের উপর সমাহিত করা হয়। Mount Vaea তে তাকে সমাহিত করা হয়েছে।
তার Kidnapped এবং Black Arrow বই দুটিও চমৎকার।

Treasure Island এবং Kidnapped এর Soft Copy পেতে চাইলে :
Click This Link


Monday, June 8, 2009

Testing with digg

Here I am testing a link with digg.com
I hope it will work

Tuesday, May 12, 2009

The Da Vinci Code (Download Now ...)


The Da Vinci Code is a 2003 mystery-detective fiction novel written by American author Dan Brown. It follows symbol gist Robert Langdon as he investigates a murder in Paris's Louvre Museum and discovers a battle between the Priory of Sion and Opus Dei over the possibility of Jesus Christ of Nazareth having been married to and fathering a child with Mary Magdalene.

 

The book is a worldwide bestseller that had 60.5 million copies in print by May 2006 and that has been translated into 44 languages. Combining the detective, thriller, and conspiracy fiction genres, it is Brown's second novel to include the character Robert Langdon, the first being his 2000 novel Angels & Demons.

 

Download the soft copy from: http://www.mediafire.com/?otom33yzmmq