Wednesday, June 24, 2009

ট্রেজার আইল্যান্ড --- যে বইটি খুঁজে ফিরেছি ১২ বছর ...



ক্লাস এইট এ বিশ্ব সাহিত্যকেন্দ্রের মাধ্যমে পড়েছিলাম Treasure Island (1883)। রবার্ট লুই স্টেভেনশনের অনবদ্য সৃষ্টি। কলকাতায় প্রকাশিত। বইটি পড়ার সাথে সাথেই মনে হয়েছিল, এটা আমাকে সগ্রহ করতেই হবে। চুরি করার চেষ্টা করেছিলাম, পারিনি। সেবা প্রকাশনীও অনুবাদ করেছিল, খুবই সংক্ষিপ্ত, ভালো লাগেনি।


হঠাৎ একদিন, ১২ বছর পর নীলক্ষেতের ফুটপাতে গল্পের বই দেখছি. . বুকটা ধরাস করে উঠল, ওইতো আমার খুঁজে ফেরা বইটি। কেউ ধরার আগেই ছো মেরে নিলাম ... ৪০ টাকায় কিনে নিলাম।
এতদিন পরেও আবার সমান আগ্রহে বইটি শেষ করলাম । জিমের কাহিনী। ঘটনাচক্রে জিম গুপ্তধনের ম্যাপ পেয়ে যায়। শুরু হয় উদ্ধার অভিযান, পেছনে লাগে বোম্বেটেরা। একটি দ্বীপ। লুকনো গুপ্তধন । রোমাঞ্চকর অভিযান কাহিনী।
হ্যানরি রাইডার হ্যাগার্ড চ্যালেঞ্জ করেছিলেন, এর চেয়েও রোমাঞ্চকর বই লিখবেন। তাইতো আমরা King Solomon's Mines (1885) বইটি পেয়েছি।

রবার্ট লুই স্টেভেনশনের ফুসফুসের রোগ ছিল, তিনি লিখেছিলেন:
Under the wide and starry sky,
Dig the grave and let me lie.
Glad did I live and gladly die,
And I laid me down with a will.
This be the verse you grave for me:
Here he lies where he longed to be;
Home is the sailor, home from sea,
And the hunter home from the hill.
তার ইচ্ছে মতই তাকে সমুদ্রের পাশে পাহাড়ের উপর সমাহিত করা হয়। Mount Vaea তে তাকে সমাহিত করা হয়েছে।
তার Kidnapped এবং Black Arrow বই দুটিও চমৎকার।

Treasure Island এবং Kidnapped এর Soft Copy পেতে চাইলে :
Click This Link


No comments:

Post a Comment