আসলে ওর কথা অনেক আসবে বলেই প্রথম পর্বে কিছু লিখিনি। কিন্তু এ পর্বেও যদি কিছু না লিখি, তবে খবর আছে !!!
শাকিলা নূর- ও কিং খালিদ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছে প্রায় ২ বছর হলো। আগে মুভি তেমন একটা দেখত না, এখানে আমার পাল্লায় পড়ে সে এখন আমার মুভি পার্টনার। বলে রাখা ভালো, আমি সামুতে প্রতিটি মুভি রিভিউ পড়ি এবং ভালো মুভিগুলো ডাউনলোল্ড করে ফেলি। দারুণ ইন্টানেট স্পিড এ কাজটি সহজ করে দিয়েছে।
এখানে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল ৮টা-দুপুর ২টা। আমি যখন প্রথম আসলাম, একটা বিষয় আবিষ্কার করলাম। মাঝে মধ্যে আড্ডা আর বাহিরে ঘুরতে যাওয়া ছাড়া- কারো কিছু করার নাই। ফলে লাঞ্চ করে সবাই ২/৩ ঘন্টা’র একটা লম্বা ঘুম দেয়। আমি শাকিলা’র সাথে আলাপ করলাম- এভাবে অন্তত আমাদের চলতে পারেনা।
শরীর খারাপ হয়ে যাবে, মোটা হয়ে যাব। আবার শুধু শুধু বসে থাকাও যায় না, ঘুম পায়। তাই এ সময়টাই হচ্ছে মুভি দেখার জন্য আদর্শ।একে একে কত ভালো মুভি যে দেখা হয়ে গেল!! শাকিলাকে প্রায়ই বলি, আমার জন্যই সে চমৎকার চমৎকার মুভি দেখার স্বাদটুকু পাচ্ছে ...
আমরা না ঘুমিয়ে মুভি দেখি, আমাদের টিমের সবারই জানা হয়ে গেল। আমিও সবাইকে মুভি দেখার জন্য উৎসাহিত করতে থাকলাম। সম্পূর্ণ সফল না হলেও কিছুটাতো হয়েছি। শাহনাজ ও মিলন এসে মুভি নিয়ে গেল...
একদিন সকালে ... আদিল ভাই ফোন দিলেন, আমাদের রুমে আসতে চান। পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে এসেছেন, মুভি নেবেন।অনেকগুলো মুভি দিয়ে দিলাম। বিকেলেই শম্পা ভাবীর ফোন- এই আপনারা দু’জন আমাদের রুমে আসেন তো। দৌড়ে গেলাম। আমি অবাকিত এবং বিষ্মিত !!! আদিল ভাই প্রজেক্ট্রর কিনে এনেছেন, বিশাল পর্দায় মুভি দেখা হবে। ক্যাম্পাসে আদিল ভাইকে প্রায়ই প্রেজেন্টেশন দিতে হয়- তাই চিন্তা করে দেখলেন নিজের একটা থাকলে মন্দ হয় না, প্রেজেন্টেশন হবে মুভিও দেখা যাবে।
সবাইকে ডাকা হলো। শম্পা ভাবী পপকর্নের ব্যবস্থা করেছেন। সিনেমাহলের মতো পরিবেশে, আলো আধারিতে, দেখলাম King Solomon’s Mines …
আগেই বলেছি বৃহঃবার ও শুক্রবার আমাদের ছুটি থাকে। সিদ্ধান্ত হলো প্রতি বুধবার বিকেল ৪ টায় সবাই মিলে বড় পর্দায় মুভি দেখব...
অপেক্ষায় আছি আগামী বুধবারের ... Lost Voyage দেখা হবে ...
অফ টপিকঃ
অনেকেই গত পর্বের প্রশংসা করেছেন। এখানে এসে Facebook এর মাধ্যমে পরিচয় হয়েছে সাইফুল ভাইয়ের সাথে, উনি ফোন করে গঠনমূলক মন্তব্য করেছেন। ঢাকা হতে মুকতাদির ভাই উৎসাহ দিয়েছেন- উনিও প্রচুর মুভি দেখেন, আমরা মুভি শেয়ার করতাম। ধন্যবাদ সবাইকে ...